|
---|
নবাব মল্লিক, রায়দিঘী : মেলা দেখে আনন্দ করে তিন বন্ধুর ফেরাই শেষ ফেরা হয়ে গেল ও আজীবনের মত। ঘটনাটি ঘটেছে রায়দিঘীর রায়মণিখাকিতে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১১.৩০ নাগাদ। মেলাতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল প্রণব হালদার, সুমঙ্গল হালদার ও সূর্য দত্ত। মেলা দেখে ফেরার সময় রায়মণিখাকি শ্মশাণের কাছে তাদের গাড়ি রাস্তার পাশে ফেলে রাখা স্টোনচিপ ও বালির উপর উঠে যায় যার ফলে বাইকটি স্কিড করে স্টোনচিপের উপর পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রণব হালদারের। গুরুতর আহত অবস্থায় বাকি দুই বন্ধুকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাস্তার উপর দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালি স্টোনচিপের ব্যাবসার করার জন্য রাস্তার উপর বালি ফেলে রাখার বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেনা বলে অভিযোগ যানায় মৃতের পরিবারের লোকজন।