|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের এক গ্ৰামে আদিবাসী সম্প্রদায়ের শালুক পূজা অনুষ্ঠিত হলো সোমবার। শালুক পূজা হলো বহু প্রাচীন পূজা। ঘোড়া কে কেন্দ্র করে পূজা হয়। এই পূজা উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা আনন্দ উৎসবে মেতে ওঠেন।
এই পূজা দেখতে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন, জামালপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবু হেমব্রম। জামালপুর ব্লকের এক গ্ৰামে আদিবাসী সম্প্রদায়ের শালুক পূজা দেখতে বহু মানুষ আসে।