|
---|
নিজস্ব সংবাদদাতা- মানুষ যখন বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত, অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেড, মেডিসিনের জন্য যখন হাহাকার তখন বাংলায় নিঃস্বার্থ ভাবে কাজ করে চলেছেন বাংলা সংস্কৃতি মঞ্চ। বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা পাঁচটি জেলায় কাজ করছেন দিনরাত মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন। করোণা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার হোক বা রান্না করা খাবার, মেডিসিন নিমেষের মধ্যে পৌঁছে দিয়ে আসছে। মানুষকে সচেতন ও তার উদ্দেশ্যে তারা যে এলাকাগুলোতে সংক্রমণের হার বেশি সেই এলাকাগুলোতে গিয়ে মাস্ক স্যানিটাইজার ডিসট্রিবিউশন করছে, থার্মাল গান, অক্সি মিটারের সাহায্যে ক্যাম্প করছে।
এবার বাংলা সংস্কৃতি মন পশ্চিমবঙ্গে এক অনন্য নজির গড়ল। পশ্চিমবঙ্গে প্রথম বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে সম্পূর্ণ মহিলা চালিত বঙ্গনারী ব্রিগেড মানুষের দ্বারে দ্বারে পৌছে যাচ্ছে পরিষেবা নিয়ে। পিছিয়ে নেই বঙ্গনারী দাও আরো একবার বাংলার মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলা সংস্কৃতি মঞ্চের মহিলা ব্রিগেড। বাংলা সংস্কৃতি মঞ্চের মহিলা ব্রিগেড বীরভূমের বোলপুর মহকুমা জুড়ে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য কাজ করবে।এমনকি তারা করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার, মেডিসিন, রান্না করা খাবার পৌঁছে দেবে তারা এমনকি এই গাড়িটির ড্রাইভার পর্যন্ত মহিলা। বঙ্গনারী ব্রিগেডের মনীষা ব্যানার্জি, বর্ণালী বসু, মেঘনা ব্যানার্জি,চূড়কি হাঁসদা, সাবিনা ইয়াসমিন, কল্যাণী দত্ত ছাড়াও প্রমূখ দিনরাত মানুষের পরিষেবায় কাজ করে চলেছেন। বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য মনীষা ব্যানার্জি জানান মানুষ এখন বড্ড অসহায়, একজন মানুষ হিসেবে মানুষের পাশে থাকতে চাই। জীব সেবাই শিব সেবা।
এর আগেও মানুষের পরিষেবার জন্য বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা 1 টাকায় অক্সিজেন পরিষেবা চালু করেছে, হেল্পলাইন সেন্টার খুলেছে সেখানে মানুষ ফোন করলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌছে যাচ্ছে তারা। বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম জানান অক্সিজেন নিয়ে কালোবাজারি হচ্ছে সাধারণ মানুষ ওতো টাকা দিয়ে অক্সিজেন ভাড়ায় নেওয়ার ক্ষমতা রাখেনা তাই আমরা সাধারণ মানুষের পাশে থাকতে এক টাকায় অক্সিজেন এই উদ্যোগ নিয়েছি। তাছাড়াও লকডাউনে মানুষ কর্মহীন, অনেকের বাড়িতে রান্না হচ্ছে না আমরা বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে এক টাকায় বাংলার হেঁশেল উদ্যোগ চালু করেছি যেখানে এক টাকার বিনিময়ে মানুষ রান্না করা খাবার পাবে।