|
---|
নূর আহমেদ, মেমারি : ২০ নভেম্বর, ২৪ তম জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে পরশপাথর ও নবজাগরণ সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মেমারি বিডিও পাড়ার মাঠে। ৪৪ জন রক্তদাতা এদিন রক্তদান করেন যাদের মধ্যে ১০ জন মহিলা। রক্তদান শিবিরকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ দেখা যায় এদিন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক। আয়োজকদের পক্ষ থেকে অপূর্ব সু জানান প্রয়োজনের তুলনায় রক্তের যোগান কম এখনও তাই পুজো পার্বণেও আমরা রক্তদান শিবির করার জন্য এগিয়ে এসেছি।