বাদাম‌ওয়ালার ভাইরাল গান শুনে সাহায্যের হাত বাড়াল স্বেচ্ছাসেবী সংস্থা

হামিম হোসেন মণ্ডল : বেশ কিছুদিন যাবৎ স্যোসাল সাইটে বিশেষত ফেসবুকে এক বাদম বিক্রেতা গ্রামে গ্রামে ঘুরে গান গেয়ে বাদাম বিক্রি কারার ভিডিও নানান ওয়াল তথা পেইজে ঘুরে বেড়াচ্ছে যা ইতিমধ্যে সবখানেই ভাইরাল হয়েছে। তিনি দরিদ্র। পুরোনো মাটির দেওয়াল ও খড়ের চালের ঘরে তার বসবাস। এক‌ই বাড়িতে কয়েক ভাই থাকেন। তিনি গ্রামে গ্রামে সাইকেলে করে বাদাম বিক্রি করে জীবনযাপন করেন।

    ফেসবুকে গান ও বাদম বিক্রির সেই ভিডিও দেখে ৩ ডিসেম্বর, বীরভূম জেলার কুড়াল জুরি গ্রামের সেই ভাইরাল বাদম হকার ভুবন বাদ্যকারকে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দিয়ে ফিরল নদিয়া জেলার করিমপুর-২ ব্লকের ‘আশার আলো’ সমাজসেবী গ্রুপের একটি দল। দলটি শীতবস্ত্র (শাল) এবং এক মাসের কিছু খাদ্য সামগ্রী ভুবন বাবুর শূন্য হাতে তুলে দেয়। ‘আশার আলো’র কর্ণধার মিলন মিঁয়া ‘নতুন গতি’কে জানান, “ভুবন বাবু বাদম বিক্রয় করে জীবীকা নির্বাহ করেন। দেখলাম তার বসত ঘরের অবস্থা মোটেও ভালো নয়। আমরা সামান্য কিছু দিতে পেরে ভালো লাগল। তাতে কদিন‌ই বা চলবে!” ভুবন বাদ্যকার জানান, ‘গ্রামের মানুষ খুব ভালো। হার্দিক সহযোগিতা করেন। দূরের মানুষ এসে দ্রব্যাদি দিয়ে সহযোগিতার হাত বাড়াচ্ছেন।’ তবে ভুবন বাবুর ইচ্ছা তার গান যেভাবে ভাইরাল হয়েছে এবং হচ্ছে তাতে গান নিয়ে কিছু এটা সুযোগ পেলে ভালো হতো। সঙ্গে আর্থিক একটা সঙ্গতি পেতে চাইছেন তিনি। এ বিষয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথা দপ্তরের কাছে একটা খোলা আবেদন রাখতে চাইছেন বলে স্বেচ্ছাসেবক মিলন মিঁয়া জানিয়েছেন।