গলসিতে ইমাম ও মোয়াজ্জেমদের নিয়ে সভা করা হল

আজিজুর রহমান : গলসির বাজারে একটি আলোচনা সভা করলো জামিআতুল আইম্মা অল উলামা গলসি শাখা। যেখানে গলসি ও আউসগ্রাম ব্লকের শতাধিক ইমাম ও মোয়াজ্জেম যোগদান করেন। তাদের খুটিনাটি সমস্যা সমাধানের জন্যই ওই আলোচনা সভা করা হয়। কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয় ও বিশ্ব শান্তির জন্য দোওয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আলোচনা সভায় হজ্জ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সভাস্থল থেকে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। তাছাড়া এলাকায় হিন্দু মুসলিম সকলের দায় বিপদে পাশে থাকতে ইমামদের নির্দেশ দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এর পাশাপাশি ইমাম ও মোয়াজ্জেমদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য বুদবুদ, গলসি ও বড়মুড়িয়া এই তিনটি স্থান নির্ধারণ করা হয়। উক্ত সভায় সচেতনতা মুলক বার্তা দিতে উপস্থিত হন আমানত ফাউন্ডেশন ট্রাস্ট নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন তাদের প্রতিনিধি মনিরা চৌধুরী কোবিড বিধি, নারী ও শিশুদের সুস্বাস্থ্য এবং শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে মুল্যবান একটি প্রতিবেদন তুলে ধরেন। পাশাপাশি তিনি সকলের হাতে একটি লিফলেট তুলে দেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সরকারি ইমাম, কারী সামসের আলম, গলসি ১ নং ব্লক সংখ্যালঘু দপ্তরের বিএলএফ হায়দার আলি মন্ডল, জামিআতুল আইম্মা অল উলামা গলসি ১ ও ২ নং ব্লক সভাপতি মৌলনা রহমত্তুল্লা ও মৌলানা ইমামুম মুবিন সহ অনেকে।