|
---|
নিজস্ব সংবাদদাতা : সিনি এবং স্কাই চিলড্রেন এর যৌথ উদ্যোগে আজ ১১/১০/২৩ পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত মেম্বার, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, হেলথ কর্মী, সহ কন্যাশ্রী ক্লাবের শিক্ষক এবং সেলফ হেল্ফ গ্রুপের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বইঠক হল নারায়ণপুর পঞ্চায়েত অফিসে।
উপস্থিত ছিলেন সুদূর ইতালি থেকে আসা প্রতিনিধি দল, সিনির স্বাথি চক্রবর্তী, বাবু দে, দেবার্ঘ, আসমত। উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, বাবুলাল লস্কর, বসির লস্কর, শিক্ষক গোলাম মহিউদ্দিন সহ বিভিন্ন সেক্টরের বিশিষ্ট জন।