|
---|
নবাব মল্লিক, মথুরাপুর: আবারও এনআরসি আতঙ্কে মৃত্যু দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কাকপুকুরের গৃহবধূ সাহাজাদি শেখের (৩৮)। বছর ২৫ আগে আসামের নিউবয়েগা জেলার সাহাজাদির সঙ্গে বিয়ে হয়েছিল মথুরাপুরের কাকপুকুরের রফিকউদ্দিন শেখের। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। মেয়ে রুকসানা শেখ ১৯ ও ছেলে সাহিদ শেখ ১৭। স্বামী ব্রেন ক্যান্সারে আক্রান্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল সাহাজাদি। পরিবার সূত্রে খবর আসামে এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর সাহাজাদির ভাই বাবা কারুর নাম আসেনি। সেই খবর সাহাজাদির কাছে পৌছালে। পরিবাররের সাথে আর কোনোদিন দেখা হবেনা এই চিন্তায় বেশকয়েকদিন বিমর্ষ ছিল সে। গত তিন চারদিন আতঙ্ক তাকেও গ্রাস করেছিল। গতকাল দুপুরে আচমকাই তার হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপর্জানশীল ব্যক্তির মৃত্যু হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের। এই অবস্থায় পরিবারের লোকজন এনআরসির বিরোধিতা করে সরকারের পদত্যাগের দাবি জানাচ্ছে।