|
---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: গতকাল অর্থাৎ ষষ্ঠীর সন্ধ্যায় বীরভূম জেলার খয়রাশোল ব্লকের পাঁচড়া প্রতিদ্বন্দ্বী ক্লাবের ৪৯ তম বর্ষের দূ্র্গাপূজার শুভ সূচনা করেন খয়রাশোল ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস। এদিনের জনসমাগম সভায় উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, খয়রাশোল ব্লক আশা কর্মী সংগঠনের তৃণমূল নেত্রী প্রান্তিকা চ্যাটার্জী , খয়রাশোল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী রজত মুখার্জি, তৃনমূল কংগ্রেসের ব্লক শিক্ষা সেলের সভাপতি তথা শিক্ষক প্রদীপ মন্ডল সহ ক্লাব ও গ্রামের সকল সদস্যরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। অতিথীবৃন্দদের আবেদন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার এবং নিজেদের খুশি অন্যের কাছে দুঃখের কারণ যেন না হয়।