|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ রামস্মরণ কোনার এরুয়ার গ্ৰাম হইতে উঠিয়া পূর্ব বর্ধমানের ঊষাগ্ৰামে জমিদার সূত্রে বসবাস করতে শুরু করেন। এরুয়ার গ্ৰামের দুর্গাপুজো এখন বর্তমানে ঊষা গ্ৰামে। রামস্মরণ কোনার ঊষা গ্ৰামে সপ্নাদেশ পেয়ে দুর্গাপুজো শুরু করেছিলেন। রামস্মরণ কোনার পর বর্তমানকালে কোনার বাড়ির সদস্যরা দুর্গা মন্দিরে দুর্গাপুজো করে আসছে। ৯ পুরুষ মিলে পুজো করে আসছে। কোনার বাড়ির দুর্গা মন্দিরে দেবী দুর্গাকে বৈষ্ণব মতে পুজো করা হয়। কোনার বাড়ির দুর্গাপুজো হল ২৭০ বছরের পুরনো। মূল আর্কষন হল সপ্তমী, অষ্টমী,নবমীতে হোম হয়। অষ্টমী চালকুমড়ো বলিদান হয়। পুজোতে গ্ৰামবাসীদের জন্যে ফল, মোন্ড প্রাসাদ খাওয়ানো হয়। কোনার বাড়ির দুর্গা মন্দিরে দুর্গাপুজো দেখতে গ্ৰামবাসীরা ভীড় করেন।