|
---|
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগণা : আজ দক্ষিণ ২৪ পরগণায় মনোয়নয়ন পত্র পরীক্ষা হল, কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি ।
দক্ষিণ ২৪ পরগনার ৪ টি লোকসভা কেন্দ্রে ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জয়নগর তপ কেন্দ্রে ১২জন, মথুরাপুর তপ কেন্দ্রে ৯জন, ডায়মন্ডহওয়ার কেন্দ্রে ১১জন এবং যাদবপুর কেন্দ্রে ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যাদবপুর কেন্দ্র ছাড়া অন্য তিনটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপি জেলার ৪টি আসনেই প্রার্থী দিয়েছে । জয়নগর কেন্দ্রে RSP প্রার্থী ও অন্য তিন কেন্দ্রে CPIM প্রার্থী মনোনয়ন জমা দিলেন ।