|
---|
আজহারউদ্দিন : ৮ জানুয়ারি আরামবাগ রামমোহন হলে আয়োজিত অধ্যাপক সিতাংশু দত্তের জন্মশতবার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মনোজিৎ মুখোপাধ্যায়, আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা, প্রয়াত অধ্যাপকের চার কৃতী প্রধান শিক্ষক, শিক্ষাবিদ সেখ হাসান ইমাম, প্রেমানন্দ চট্টোপাধ্যায়, তারাশংকর বন্দ্যোপাধ্যায় ও সমরেন্দ্রনাথ চক্রবর্তী এ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী, ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায়, প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী ,প্রাক্তন অধ্যক্ষ ডঃ বাণীপ্রসাদ সেন, অধ্যাপক দুলাল মাল, অধ্যাপক শৈলেন সরকার প্রণব দালাল, অধ্যাপক ডঃ গোপাল সিনহা, অধ্যাপক ডঃ জীবন পাল, অধ্যাপক মুক্তিপ্রকাশ রায়, সাহিত্যিক আশিসবরণ সামন্ত, ‘ শতাব্দীর কৃষ্টি ‘ পত্রিকার সম্পাদক সাহিত্যিক অসিত কুণ্ডু নাট্যকার বুবু বন্দ্যোপাধ্যায়, , সাহিত্যিক তারক মাঝি, ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। প্রয়াত অধ্যাপকের বাড়ির সদস্যরা সংগীত পরিবেশন করেন । অধ্যাপকের প্রপৌত্র শিশুশিল্পী অন্তরাংশু দত্তের সরোদবাদন উপস্থিত সবাইকে মুগ্ধ করে । বাপি পিকলুর গান এবং বিশিষ্ট বাচিক শিল্পী ডঃ তৃপ্তি কুন্ডুর আবৃত্তি এ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে ।
অনুষ্ঠানের শেষে নট নাট্যম প্রযোজিত দুটি নাটক মঞ্চস্থ হয় । ডঃ ফাল্গুনি গুপ্ত মজুমদার নির্দেশিত ও অভিনীত ‘ টাপুরটুপুর ‘ এবং মঙ্গলপ্রসাদ ঘোষ পরিচালিত ও অভিনীত ‘ যে আছে মাটির কাছাকাছি ‘ নাটক প্রশংসিত হয় ।j
সমগ্র অনুষ্ঠান সুচারুরূপে পরিচালনা করেন দক্ষ বাচিক শিল্পী ও সঞ্চালক উত্তম দত্ত ও প্রধান শিক্ষক বিকাশ রায় ।