|
---|
সেখ আব্দুল আজীম : আজ উত্তর কোলকাতা পোস্তায় বাঙালির ১২ মাসের আরও একটা পার্বণের মধ্যে হিন্দি ভাষীদের লিট্টি চোখা উৎসব পালন করা হয়। মূলত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শ্রীমতি শশী পাঁজা,পরিবহন মন্ত্রী সান্তুনুসেন,প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী,রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,সায়নী ঘোষ তৃণমূল নেত্রী,ভাটপাড়া বিধায়ক অর্জুন সিং, অনেক অতিথি বর্গ আজকের এই মূলত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।