|
---|
সেখ আজফার হোসেন,বড়জোড়া : বাঙালির সেরা খেলা ফুটবল। গানের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা উঠেছে সে কথা। স্বামী বিবেকানন্দের দেখানো পথেই আমাদের চলতে হবে। তাই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠের চাইতে ফুটবল খেলার মধ্য দিয়ে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। এখন জঙ্গলমহলে আর বোমা বারুদের গন্ধ পাওয়া যায় না। জঙ্গলমহল কাপ , সৈকত কাপ , রাঙামাটি কাপ , সুন্দরবন কাপ , খেলায় মেতে উঠেছে মানুষ । বাঁকুড়ার শুনুক পাহাড়ি হাট গ্রাউন্ডে জঙ্গলমহল কাপ ও সৈকত কাপ- এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এ কথাই বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যুব সভাপতি ও লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জঙ্গলমহল কাপে অংশগ্রহণকারী ৪১১টি দলের প্রতিটি দলকে ২৫ হাজার টাকা এবং সৈকত কাপে অংশগ্রহণকারী ৮৫৭ দলের প্রতিটি দলকে ১০ হাজার টাকা করে সাহায্য করা হবে। এছাড়াও বিজয়ী দলে অংশগ্রহণকারীদের সিভিক ভলেন্টিয়ারের কাজ দেওয়া হবে। অভিষেক বাবু এদিনের মঞ্চ থেকে ঘোষণা করেন। শুধু তাই নয় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় মোটরসাইকেল থেকে শুরু করে টিভি , সাইকেল ইত্যাদি।
এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা শাসক ড উমাশঙকর এস , এস পি কোটেশবর রাও , বিধায়ক অরূপ খাঁ সহ জেলার সকল পুলিশ অফিসার, কনেস্টবল ও সিভিক ভলেন্টিয়ারগন।