|
---|
সেখ আজফার হোসেন, ইন্দাস : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শান্তাশ্রমে অনুষ্ঠিত হল জে ডি এস মিশনের শিলান্যাস অনুষ্ঠান। আজ বুধবার বেলা ১১টায় মিশনের শিলান্যাস করেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন। এ দিনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন , শান্তাশ্রমে এই ধরনের একটি মিশন প্রতিষ্ঠার ফলে এলাকার ছেলে মেয়েদের শিক্ষার মান বাড়বে। যদিও এখন কিছু কিছু মিশন কতৃপক্ষ শিক্ষার মানোন্নয়নের কথা না ভেবে টাকা উপার্জনের পথকেই বেছে নিয়েছে।এটা খুবই দুঃখজনক। এটা যাতে না হয় তার জন্য মিশন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অমল কুমার চক্রবর্তী, বিশিষ্ট সমাজ সেবক রবিউল হোসেন,জে ডি এস মিশনের সম্পাদক সেখ মহাম্মদ হোসেন প্রমুখ। এ ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন আমরুল গ্রাম পঞ্চায়েত প্রধান পুজা পণ্ডিত দে, উপপ্রধান নুরুল ইসলাম, বিশ্বনাথ ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইন্দাস ব্লক শিক্ষা সেলের সভাপতি আব্দুল গাফফার।