|
---|
হরিশ্চন্দ্রপুর, মহ,নাজিম আক্তার,১২জানুয়ারি:চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় মহিলার বলে অনুমান। রবিবার হরিশ্চন্দ্রপুর ও কুমেদপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ফাঁকা জায়গায় সন্ধ্যা নাগাদ রেল লাইনের উপর থেকে এক মহিলার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে মহিলাটির আনুমানিক বয়স ৩০ বা ৩৫ এর মধ্যে হবে।গায়ের রং ফর্সা।জানা যায় এদিন বিকেল বেলায় কাঠিয়ার- মালদা গামী প্যাসেঞ্জার ট্রেনের যাত্রী ছিল সে।
রেলযাত্রী ও স্থানীয়রা দেখতে পান এক মহিলার দেহ রেললাইনে উপর রক্তাক্ত অবস্থায় পরে থাকতে। স্থানীয়রা কাছাকাছি হরিশ্চন্দ্রপুর স্টেশনে খবর জানান। হরিশ্চন্দ্রপুর রেলওয়ে পুলিশ মহিলার দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এখনো পর্যন্ত মহিলাটির সম্পর্কে কোন পরিচয় জানা যায়নি।