|
---|
উজির আলী, নতুন গতি :গতি:করোনা নিয়ে দেশজুড়েই উদ্বেগ অব্যাহত। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তার রেশ পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরেও। এরমধ্যে হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত হয়েছেন ১২ জন। তবে উদ্বেগের মধ্যেও রয়েছে স্বস্তির খবর। মঙ্গলবার দিন কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন ১০ জন। তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিন ছাড়া পাওয়ার পর মালদহেই তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি তারা হরিশ্চন্দ্রপুরে বাড়ি ফিরতেই তাদের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানাতে ভোলেননি হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস। উল্লেখ্য শুধু মহেন্দ্রপুর এলাকাতেই আক্রান্ত হয়েছিলেন ছয় জন। এদিন বিকেলে বাড়ি ফিরতেই মহেন্দ্রপুরে গিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসা শ্রমিকদের শুভেচ্ছা জানান আইসি। তাদের হাতে ফুলের স্তবক ও মিস্টির প্যাকেটও তুলে দেন। পাশাপাশি তাদের সাহসও যোগান। সূত্রের খবর, ভিনরাজ্য থেকে প্রতিদিনই শয়ে শয়ে শ্রমিক হরিশ্চন্দ্রপুরে ফিরছেন। নাওয়া খাওয়া ভুলে ঝুঁকি নিয়েও তাদের কোয়রান্টিনে পাঠানো থেকে শুরু করে সবকিছুই সুশৃঙ্খলভাবে করে চলেছেন আইসি সঞ্জয় কুমার দাস। আইসির ভূমিকায় খুশি স্বাস্থ্য দফতরের কর্মীরাও। এদিনও একইভাবে করোনা আক্রান্ত হওয়ার পর তারা সুস্থ হয়ে ফিরেছেন জেনেই তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে শুভেচ্ছা জানান সঞ্জয়বাবু। তবে আইসি সামনে পেয়ে তাদের ক্ষোভের কথাও জানিয়েছেন কন্টেন্টমেন্ট জোনে থাকা বাসিন্দাদের অনেকেই। তারা বলেন, কন্টেন্টমেন্ট জোনের বাসিন্দা হওয়ায় বাজারে গেলে তাদেরকে দোকানীরা সামগ্রী বিক্রি করতে চাইছেন না। যদিও এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে আইসি বলেন, কেন এমন হবে। এরকম ঘটলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পাশাপাশি এবার ধীরে ধীরে কন্টেনমেন্ট জোন তুলে নেওয়া হবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।