|
---|
নতুন গতি নিউজডেস্ক: সাধারণ মানুষকে লকডাউনের নিয়ম মানতে বাধ্য করছে প্রশাসন ও পুলিশ। কিন্তু আধিকারিকরা নিজেরা লকডাউনের নিয়ম ভেঙে সভা করছেন বলে অভিযোগ তুলল জেলা সিপিএম। মঙ্গলবার মানিকচকের ব্লক কমুনিটি হলে একটা সভা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পরিযায়ী শ্রমিকদের ১০০দিনের কাজ কিভাবে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হয় ওই সভায়। মানিকচক ও রতুয়া ২ ব্লকের বিভিন্ন প্রঞ্চায়েতের প্রতিনিধিরা ওই সভায় হাজির ছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা। তার অভিযোগ, সম্প্রতি মালদায় লকডাউন ভাঙার জন্য অনেককে লাঠি দিয়ে মারা হয়েছে। কিন্তু প্রশাসনের আধিকারিকরা মানিকচকে সভা করেছেন অনেক মানুষকে নিয়ে। সবাই একই ঘরে বসে সভা করেছে। এতে লকডাউনের বিধিনিষেধ ভাঙা হয়েছে বলে দেবজ্যোতি সিনহা দাবি করেছেন। তবে এই নিয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া যায় নি। উল্লেখ করা যেতে পারে, মানিকচকে এর মধ্যে অনেক করোনা রুগীর খোঁজ পাওয়া গেছে। প্রায় ২০জন করোনা রুগী শুধু মানিকচকেই পাওয়া গেছে বলে সিপিএমের বক্তব্য। মানিকচকের অনেক এলাকায় কনটেনমেন্ট জোনও আছে। এততসত্তবেও কেন প্রশাসন এত লোক নিয়ে মানিকচকে সভা করল সেই প্রশ্ন তুলেছে সিপিএম নেতা।