শালবনীর দেউলকুন্ডায় শহীদ সেনাদের স্মৃতিতে রক্তদান

নিজস্ব প্রতিবেদক, শালবনি : সেনা শহীদদের স্মরণে রক্তদান শিবির হলো পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকে।
করোনা আবহে রক্তের চাহিদার কথা মাথায় রেখে লাদাখে সীমান্ত সংঘর্ষে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুরের জেলার শালবনি ব্লকের দেউলকুন্ডা প্রগতি সংঘের উদ্যোগে। রবিবার দেউলকুন্ডায় আয়োজিত এই শিবিরে পঁয়তাল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন ।

    ক্লাবের পক্ষ থেকে রক্তদাতাদের একটি করে মাস্ক ও চারাগাছ তুলে দেওয়া হয় ।পাশাপাশি এলাকার তিরিশ জন দুঃস্থ পড়ুয়ার হাতে কিছু শিক্ষাসামগ্রী ও মাস্ক তুলে দেওয়া হয় । এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালমিয়া ভারত সিমেন্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার জয়ন্ত ঘোষ,ডেপুটি জেনারেল ম্যানেজার তুষার কান্তি কুম্ভকার,মৌপাল স্কুলের প্রাক্তন শিক্ষক পরিমল মাহাত ।সভাপতিত্ব করেন মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া ও সঞ্চালনা করেন ক্লাবের অন্যতম সদস্য সুদীপ চক্রবর্তী ।