|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: করোনা আবহে বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশন কলেজের পরীক্ষার্থীদের নতুন নির্দেশিকা দিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় সম্মতি দিয়েছে। স্বাস্থ্য বিধি ও ইউ জি সির নিয়ম মেনে পরীক্ষা নেওয়ার অনুমতি। কেন্দ্রীয় মানবসম্পদ ও বিকাশ মন্ত্রককে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কেন্দ্রীয় মানবসম্পদ ও বিকাশ মন্ত্রক সোমবার জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন করতে হবে। বিনা পরীক্ষায় পাস করিয়ে দেওয়া যাবে না। এর আগে জুলাইয়ের মধ্যে পরীক্ষা প্রক্রিয়া মেটাতে হবে বলে জানিয়েছিল মন্ত্রক। কিন্তু করোনা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার জন্য কিছু নিয়ম বদলেছিল। তবে করোনার কারণে যারা সেপ্টেম্বরে পরীক্ষা দিতে পারবেন না, তাদের জন্য পরে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ দেওয়ার কথা বলেছে মন্ত্রক।
নতুন নির্দেশিকায় অসুবিধায় পড়েছে পশ্চিমবঙ্গের কলেজ পড়ুয়ারা। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল বলে জানিয়েছিলেন। নির্দেশিকা মোতাবেক দুইমাস সময় পাওয়া গেল পড়ুয়াদের।