|
---|
মাহম্মদ রিপন, নতুনগতি :: ভারতীয় নাগরিক দের নির্বাচনে লড়তে গেলে পারিবারিক সম্পতির হিসাব দিতে হয় নিবার্চন কমিশনকে। ১৯৬১ সালের ১৩৯(৭) অ্যাক্ট অনুসারে। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশনের দপ্তর থেকে প্রকাশ হওয়া খবরে ভাঁজ পড়বে ভারতীয়দের কপালে। তাদের রিপোর্টে জানা যায় ভারতের ১৯৪ জন বিধায়কে প্যান কার্ড জাল।তাদের মধ্যে রয়েছে ৬ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান ১০ জন বর্তমান মন্ত্রী। বর্তমান কেন্দ্রীয় সরকারে বহু নেতা মন্ত্রীদের টাকার সঠিক তথ্য নেই আয়কর দপ্তরের কাছে,অনেক বাড়িতে রেড করে পাওয়া গেছে বহু কালো টাকা। তবে এবার সেই তালিকাতে ৪১ জন বিধায়কের নাকি জাল প্যান কার্ড।তবে তারপরে পরে নাম উঠে এসেছে জাতীয় কংগ্রেসে,সমাজবাদী পার্টি, জনতা দল,হিন্দুস্থানি আওয়ামি মোর্চা ও অন্যান্য রাজনৈতিক দল গুলির। উত্তরপ্রদেশবিহার,আসাম, মধ্যপ্রদেশ যথাক্রমে ১৭,১৫,১৩জন,উত্তরখন্ড(১৪),হিমাচলপ্রদেশে(১২),রাজস্থানে (১১)জনের প্যানের তথ্য ভুল জানিয়েছে নির্বাচন কমিশন।