|
---|
মঈদুল ইসলাম, নতুন গতি : বর্তমানেরামপুরহাট ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা দিয়েছে, তাই কিছু ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসে রক্তদান শিবির আয়োজন করছে। এরকম একটি রক্তদান শিবিরের আয়োজন করল রামপুরহাটের নবীন ক্লাব।
প্রতিবছর দুর্গাপূজার আগে এরকম ভাবে রক্তদান শিবিরের আয়োজন করে আসে নবীন ক্লাব। আজকের শুভ দিনে প্রায় ৬০ জন রক্তদান করেন। যুবক-যুবতী থেকে ছাত্র-ছাত্রী সকলেই রক্তদান করে।আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যসরকারের কৃষিমন্ত্রী ডঃ আশীষ ব্যানার্জী। আজকের এই রক্তদান কিছুটা হলেও রক্তের ঘাটতি পুরণ করবে। রক্তদান ছাড়াও ক্লাবটি পুজো উপলক্ষে গরিব শিশুদের বস্ত্র বিতরনের ও আয়োজন করে।