|
---|
নিজস্ব সংবাদদাতা : করোনা মহামারীতে বহু মানুষ তাদের জীবিকা হারিয়ে বেকার হয়ে অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতিতে অনেকের পক্ষে কলেজের মাইনে দেওয়া সম্ভব হচ্ছিল না। তারপরেও সেমিস্টারে ফি বাদে কর্তৃপক্ষ ‘অতিরিক্ত’ টাকা চাওয়া হয়েছিল কলেজ থেকে। অতিরিক্ত টাকা চাওয়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।হাওড়ার বিজয়কৃষ্ণ গার্লস কলেজে। এদিন ঘটনার সূত্রপাত হয় কমার্স তৃতীয় বর্ষের সেমিস্টার ফি জমা দেওয়াকে কেন্দ্র করে। সেখানকার ছাত্রীদের অভিযোগ, কলেজের ফি ৬২৫ টাকা ধার্য্য থাকলেও অতিরিক্ত আরও ৯২৫ টাকা দিতে হবে এমনটাই জানানো হয়েছিল কলেজ কর্তৃপক্ষের তরফে। এরপর ছাত্রীরা কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলতে গেলে তাদের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এবং ছাত্রীদের হেনস্থা করার অভিযোগ কলেজের পুরুষ কর্মীদের বিরূদ্ধে। এরপরই ক্ষুব্ধ ছাত্রীরা কলেজে ভাঙচুর আরম্ভ করে। ইট ছোঁড়া হয় কলেজের অফিসে। রীতিমত রণক্ষেত্রের চেহারা নেয় কলেজ চত্বর।খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে আসে। ছাত্রীদের সঙ্গে কথা বলেন তারা। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিকে, বিক্ষোভরত ছাত্রীরা জানান করোনা পরিস্থিতিতে তাদের বাড়ির আর্থিক অবস্থা খারাপ , এই অবস্থায় তারা কোনমতেই অতিরিক্ত সেমিস্টার ও এডমিশন ফিস দিতে পারবে না।