|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : আজ রাত্রি ১২ টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার মেডিকা নার্সিং হোমে না ফেরার দেশে চলে গেলেন বৈশাখী পত্রিকার সম্পাদক এবং ডোমকল ভবতরণ উচ্চবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আজিজুল ইসলাম। গতকাল সকালে স্কুলে এসে বুকে ব্যাথা শুরু হয়। ভর্তি হয় ডোমকল হাসপাতালে। সেখান থেকে বহরমপুরে পাঠানো হয়। বহরমপুরেও চিকিৎসা না হওয়ায় কলকাতা মেডিকা নার্সিং হোমে বিকাল ৩.৩০ মিনিটে ভর্তি হন। কিন্তু শত চেষ্টা করেও তাঁকে ধরে রাখা সম্ভব হয়নি সবার মাঝে। রাত্রি ১২ টা নাগাদ তিনি মারা যান। তাঁর মৃত্যুতে কবি-সাহিত্যিক থেকে শিক্ষার সঙ্গে যুক্ত মানুষেরা শোকাহত।
ডোমকলের একজন সাহিত্যিক বলেন, আমরা একজন সত্যিকারের সাংস্কৃতিক মানুষকে হারালাম। সাহিত্যে তাঁর অবদান কেউ কোনোদিন ভুলবে না।