|
---|
নিজস্ব সংবাদদাতা; মালদা: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও পুরাতন মালদা পৌরসভার সহযোগিতায় বালিয়া নবাবগঞ্জ মিউনিসিপ্যালিটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে আজকে জুতো বিতরণ অনুষ্ঠান করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিড ডে মিল স্কুল, ড্রেস ড্রেসের সাথে সাথে জুতো প্রদানের ঘোষণা করেছিলেন। তিনি চেয়েছিলেন যাতে করে দুস্থ ছাত্রছাত্রীরা স্কুলে খালি পায় না যায়, সেই কথা মাথায় রেখে তিনি প্রতিটি প্রাথমিক স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে জুতো প্রদানের যে ঘোষণা করেছিলেন, তারই অঙ্গ হিসাবে আজকে বালিয়া নবাবগঞ্জ মিউনিসিপ্যালিটি প্রাথমিক বিদ্যালয় জুতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই জুতো বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবি চৌরাসিয়া।
আজকের এই জুতো প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বিভিন্ন মানবিক প্রকল্পের কথা তুলে ধরেন চেয়ারম্যান কার্তিক ঘোষ।