তৃনমূল প্রধানদের জেল খাটাবেন অনুব্রত

খান আরশাদ, বীরভূম:এবারের লোকসভা নির্বাচনে বীরভূমের দুটি আসনেই তৃনমূল জয়ী হলেও জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রেই লিড পায়নি তৃনমূল। সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকেও তৃনমূল লিড পায়নি। যে বীরভূম তৃনমূলের গড় ছিল সেই বীরভূমের চারটি বিধানসভা কেন্দ্র থেকে তৃনমূল কেনো ভোট কম পেলো তার পুঙ্খানুপুঙ্খ নিরিক্ষন করতেই জেলাসভাপতি অনুব্রত মন্ডল প্রতি ব্লকেই কর্মীসভা শুরু করছেন। সোমবার জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরের নজরুল ভবনেও একটি কর্মীসভা করলেন অনুব্রত। যদিও ব্লক ভিত্তিক তৃনমূল এখানে কিছু ভোটে লিড পেয়েছে। কিন্তু রাজনগরের পাঁচটি অঞ্চলের মধ্যে দুটিতে তৃনমূল লিড পেয়েছে। আজকের এই কর্মীসভায় অনুব্রতত ছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলাপরিষদের সভাধীপতি বিকাশ ররায় চৌধুরী, বিধায়ক ডাঃ অশোক চ্যাটার্জী, সুকুমার সাধু, সৌমিত্র সিংহ, প্রানতোষ ওঝা, মহঃ সরিফ সহ অন্যান্যরা।

    বীরভূমের রাজনগরের এই কর্মীসভায় অনুব্রত বললেন বীরভুম জেলার কয়েরজন প্রধানকে তিনি জেল খাটাতে চলেছেন। তবে তিনি কোন কোন অঞ্চলের প্রধানের প্রতি তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তা তিনি জানাননি। এদিন প্রতি অঞ্চলে দুই থেকে তিন হাজার কর্মী সমর্থক নিয়ে মিছিল করতেও বললেন। কেষ্ট অন্যান্যবারের মতো পাচন বা নকুলদানা বা শলাকা কোনটাই ব্যাবহার করতে বলেননি। বরং মানুষের কাছে পৌঁছতে বললেন।