তক্তিপুরে হনুমান মন্দিরের ভিত্তি প্রস্তর করেন বিধায়ক মধুসদন ভট্টাচার্য্য

সেখ সামসুদ্দিন : মেমারি বিধানসভার তক্তিপুরে হনুমান মন্দিরের ভিত্তি প্রস্তর করেন বিধায়ক মধুসদন ভট্টাচার্য্য। উল্লেখ্য গত তিন বছর আগে মেমারি মন্তেশ্বর রোডে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের অ‍্যাক্সিডেন্টে একটি হনুমান মারা যায়। তখন থেকেই অস্থায়ী বেদী করে প্রতি মঙ্গলবার পুজো এবং প্রতি বছর ৯ শ্রাবণ একটি মেলা ও খিচুড়ি ভোগের ব‍্যবস্থা করা হয়। এলাকার মুসলিম সম্প্রদায়ের মেহের আলী সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছেন। এদিন হনুমান মন্দিরের ভিত্তি স্থাপনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন তক্তিপুর মাঝারের খাদিম, বাগিলা অঞ্চলের কার্যকরী সভাপতি অর্ক ব‍্যানার্জী, পঞ্চায়েত সদস‍্য হাসিবা বিবি, ছবি ব‍্যানার্জী, সেখ গিয়াসুদ্দিন, অভিজিৎ চ‍্যাটার্জী প্রমুখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এলাকার মানুষের ঐকান্তিক আর্থিক সহযোগিতায় মন্দির স্থাপনের উদ‍্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেহের আলী।