|
---|
সিকিম: প্রবল তুষারপাতের কারণে সিকিমে আটকে পড়েছিলেন ১০২৭ জন পর্যটক। সেনা জওয়ানরা পর্যটকদের উদ্ধার করেন। শনিবার রাত পর্যন্ত এই উদ্ধারকার্য চলে বলে জানা গিয়েছে। সমস্ত পর্যটকদের উদ্ধার করার পর তাদের সেনা জওয়ান দের ছাউনিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের রাতের খাবার দেওয়া হয়। অসুস্থ পর্যটকদের চিকিৎসা করা হয়।
প্রসঙ্গত মোট ১০২৭ জন পর্যটক সিকিমের ছাংগুতে তুষারপাতের কারণে আটকে পড়ে। এই খবর সেনাবাহিনীর কানে পৌঁছানো মাত্র তারা ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে সেনা ছাউনিতে নিয়ে যায়। রাতের বেলা সেখানে ছিলেন পর্যটকরা । দিনের আলো ফোটার মাত্রই একশ কুড়িটি গাড়িতে পর্যটকদের বাড়ি পথে ফেরানোর ব্যবস্থা করেন সেনা জওয়ানরা।