|
---|
নতুন গতি, ফুরফুরা শরীফ: ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের জাঙ্গীপাড়া থানা শাখা কমিটির উদ্যোগে আজ রবিবার দুপুর ৩টার সময় অনুষ্ঠিত হল বিশ্ব মানব জাতীর মুক্তির দিশারী বিশ্ব নবী (সঃ) এঁর আগমনী দিবস উপলক্ষে মহতী সম্প্রীতি সভা ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান।
আজ সভায় উপস্থিত সমস্ত ধর্মের ও বর্নের গরীব মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের জাঙ্গীপাড়া থানা কমিটির সদস্যগন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আলকোরায়েশী সাহেব ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যডভোকেট কাজী মিরাজ হোসেন, শোভারানী মেমোরিয়াল কলেজের অধ্যাপক মাননীয় অভিজিৎ চক্রবর্তী মহাশয় ও জাঙ্গীপাড়া থানা শাখা কমিটির গুরুত্বপূর্ন সদস্য মিজানুর রহমান মল্লিক সাহেব।
সংগঠনের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আলকোরায়েশী সাহেব বলেন, বর্তমান সময়ে ভারতবর্ষ তথা বাংলার বুকে সাম্প্রদায়িক রাজনীতি করনের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশের সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত করছে কিছু রাজনৈতিক দল।
তিনি ঐ সমস্ত রাজনৈতিক দলের সমালোচনা করে বলেন, এক সময় ভারতবর্ষ সোনার খনি ছিল এবং স্বাধীনতার পূর্বে ভারতের জি. ডি. পি বিশ্বের অর্ধেক ছিল ও সমগ্র বিশ্বের দরবারে ভারতের সহিষ্ণুতা, সভ্যতা ছিল সর্বশ্রেষ্ট কিন্তু দূর্ভাগ্যের বিষয় স্বাধীনতার পর ভারতবর্ষকে ধর্মের নামে রাজনীতি করে লু়ঠ করেছে।
আজ এই একবিংশ শতাব্দীতে যখন বিশ্ব শিক্ষা, সভ্যতা ও টেকনোলজিতে উন্নত হয়ে চলেছে তখন ভারতবর্ষ ক্রমশঃ পিছিয়ে চলেছে ।
যেখানে উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যোর, খাদ্যের, কর্মসংস্থানের প্রয়োজন সেই সময় ভারতবর্ষে এন. আর. সির নামে ভারতকে খন্ড, খন্ড করার চক্রান্ত চলছে এবং বিশেষ করে বাঙালী জাতীর উপর আঘাত হানার অপচেষ্টা চলছে।
আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত(এ) এই জঘন্য রাজনীতির বিরোধীতা করি এবং দ্বীতিয় বার বাংলাকে ভাগ করার ঘৃন্যতম চক্রান্ত করছে তার বিরোধীতা করি।
তিনি বলেন আমরা যদি প্রকৃত শিক্ষা দিতে পারি সমাজকে তাহলে এই ধর্মীয় মেরুকরনের রাজনীতিকে চীরতরে দূর করতে পারবো ও তিনি শিক্ষার জন্য ফুরফরা শরীফে একটি নলেজ সিটি তৈরি করতে চলেছেন যার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হবে আগামী ২১শে অগ্রহায়ন।
যেখানে একদিকে মেডিক্যাল কলেজ, কারীগরি শিক্ষার প্রতিষ্ঠান, ল কলেজ, তৈরি হবে ঠিক তেমনি তৈরি হবে মাতৃসদন নার্সিংহোম।তিনি সকলকে ২১শে অগ্রহায়ন ফুরফুরা শরীফে নলেজ সিটির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রন জানান জাতী ধর্ম বর্ন নির্বিশেষে।
অনুষ্ঠানের শেষে তিনি সমস্ত মানুষের নিকট আবেদন করেন ভারতবর্ষ সকলের, সংবিধান সকলকে অধিকার দিয়েছে এবং গ্যারান্টি দিয়েছে নাগরিকের অধিকারকে রক্ষা করার তাই অযথা আতঙ্কিত না হয়ে সাম্প্রদায়িক রাজনীতি মুক্ত সমাজ গড়ে তুলুন।