|
---|
সংবাদদাতা : ৩ নভেম্বর, রবিবার বর্ধমান শহরের লায়ন্স ক্লাব সভাঘরে জেলা লিটল ম্যাগাজিন সমন্বয় কমিটি ও কাণ্ডারী, আন্তরিক, বকুলফুল, পারিজাত, কল্পসাগর পত্রিকার উদ্যোগে হয়ে গেলো আন্তর্জাতিক কবিতা উৎসব | রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুশো কবি সাহিত্যিক এসেছিলেন। সকলে কবিতা পাঠ করেন,বিশিষ্ট কবিদের মধ্যে ছিলেন মিনতি গোস্বামী, জাহেদুল ইসলাম রীতা বসুধর, সব্যসাচী কোনার, তাপস সেনগুপ্ত আকবর আলি সুফি রফিকুল ইসলাম ছাড়াও অন্যান্যরা | বকুলফুলের সম্পাদিকা তথা আন্তর্জাতিক কবিতা উৎসবের সভানেত্রী মিনতি গোস্বামীর উপস্থাপনা অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে এছাড়া পারিজাত পত্রিকার সম্পাদক সব্যসাচী নাথ তার পত্রিকার তরফ থেকে গরিব ও দুস্থ ছাত্রছাত্রীদের শিখন সামগ্রী উপহার দিয়ে সাহায্য করেন |বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন গ্রন্থ প্রণেতা ড. রমজান আলি, রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল কবিতা সন্ধ্যার সম্পাদক কুশল দে র উপস্থিতি উৎসব কে এক উচ্চ মাত্রা দেয় |