|
---|
সংবাদদাতা : ৩ নভেম্বর, রবিবার, পূর্ব বর্ধমানের মেমারির পালসিট জাতীয় সড়কের ওপর সরডাঙ্গার কাছে ভয়াবয় গাড়ী দুঘর্টনা। কলকাতা থেকে বীরভূম যাচ্ছিলেন মহিলা ক্রীকেটার নির্বাচিত করতে। জি টি রোডের উপরে দশ চাকা লড়ির ধাক্কয় পালসিটের কাছে গাড়ী দূরঘটনায় আহত হন রাজ্য ক্রিকেট দলের তিন জন মহিলা নির্বাচক। আহতদের দ্রুত বেসরকারী হাসাপাতালে ভর্তি করেন। গাড়ী চালক গুরুত্বর আহত হন। কলকাতা থেকে সি এ বি কর্তা ও বাংলার প্রক্তন অধিনায়ক এর দ্রুত ব্যবস্থা নেয়। প্রাক্তন মহিলা ক্রিকেটরা ঘটনা স্থলে উপস্থিত হন।