করিমপুরে প্রার্থী পছন্দ না হওয়ায় শতাধিক কর্মী বিজেপি ছাড়লেন

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি,করিমপুর : উপনির্বাচনে নদিয়ার করিমপুরে গেরুয়া শিবির প্রার্থী করেছে রাজ্য বিজেপি সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারকে। জানা গিয়েছে, প্রার্থী না-পসন্দ হওয়ার কারণেই রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিলেন প্রায় তিনশো কর্মী। এ দিনের এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি-ই এই কেন্দ্রে তৃণমূলের প্রতীকে জয়ী হন।এ দিন বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক মহম্মদ রাজেশ বিশ্বাসের নেতৃত্বে প্রায় তিনশো কর্মী স্থানীয় বিধায়ক কার্যালয়ে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন করিমপুরের প্রাক্তন বিধায়ক এবং নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র।তৃণমূলে যোগ দিয়ে রাজেশ জানিয়েছেন, বিজেপির অন্দরে একাধিক সমস্যা রয়েছে। তিনি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন। তাঁকে গোষ্ঠীকোন্দলের সম্মুখীন হতে হচ্ছিল। দলের সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে না পেরেই তিনি বিজেপি ছেড়েছেন আগামী ২৫ নভেম্বর রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং নদিয়ার করিমপুরে। এগুলির মধ্যে কালিয়াগঞ্জ এবং খড়গপুরে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে থাকলেও করিমপুরে এগিয়ে ছিলেন মহুয়া। স্বাভাবিক ভাবেই উপনির্বাচনের মুখে বিজেপির ভাঙন, তৃণমূলকে অক্সিজেন জোগাতে পারে বলেই ধারণা করা হচ্ছে।তবে দলত্যাগ প্রসঙ্গে বিজেপি নেতা নিলয় সাহা দাবি করেছেন, এ দিনের এই দলবদল কোনো ভাবেই ভোটের ফলাফলে প্রভাব ফেলবে না।