|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক : আবার উত্তরপ্রদেশ। আবার যোগী আদিত্যনাথের রাজ্য। এবার পরিবারের সকলকে সাক্ষী রেখে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই পুলিশ নড়েচড়ে বসে, শেষে অভিযোগ নেয়।
ঘটনাটি উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার মউ থানার। সোমবার সন্ধ্যায় ওই মহিলা পরিবারের সঙ্গে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। যাওয়ার পথে ৬ যুবক রাস্তা আটকে দাঁড়ায়। রিভলভার দেখিয়ে সকলকে জঙ্গলে নিয়ে যায় তারা। এরপর পরিবারের সদস্যদের গাছের সঙ্গে বেঁধে ওই মহিলার উপর নারকীয় অত্যাচার চালায় ৬ যুবক। গণধর্ষণের ভিডিও রেকর্ড করে দুর্বৃত্তরা তা ছড়িয়ে দেয়। অভিযোগ জানাতে গেলে পুলিশ তাদের হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ১৪ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। অবস্থা সামাল দিতে চিত্রকূটের পুলিশ সুপারের দেখা করেন মহিলার সঙ্গে। তারপর মউ থানার পুলিশ অভিযোগ নেয়। তদন্ত শুরু হয়েছে। কিন্তু বারবার যোগীর রাজ্যে এ ধরনের ঘটনা কেন ঘটছে সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর অবশ্য মুখে কুলুপ।