জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন আনন্দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে

নিজস্ব সংবাদদাতা কেশপুর:নোবেল জয়ী ভারতীয় বিজ্ঞানী সি.ভি.রমনের “রমন এফেক্ট” আবিষ্কারের দিনটি সারা দেশে পালিত হয় বিজ্ঞান দিবস হিসাবে । আর এই উপলক্ষে আনন্দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান হয়। এদিন বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র গৌরব কুমার দত্ত তার নিজের তৈরি হাতের কাছে পাওয়া বাড়ির ব্যবহার করা জিনিস দিয়ে বানানো মাইক্রোস্কোপ প্রদর্শন করেন। বিদ্যালয়ের শিক্ষকগন প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের প্রয়োগ নিয়ে বক্তব্য রাখেন। সত্যেন্দ্রনাথ বসুর জীবনী ও কাজ নিয়ে বিশেষ তথ্যচিত্র দেখানো হয় এদিন উপস্থিত ছাত্র ছাত্রীদেরকে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞানের শিক্ষক তরুণ কুমার চক্রবর্তী মহাশয় ।