ঝাড়গ্রাম জেলার সংকল্প ফাউন্ডেশনের মানবিক মুখ.

নিজস্ব সংবাদদাতা, কেশিয়াপাতা, ঝাড়গ্রাম : মানবিক মুখ নিয়ে শনিবার একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর পাশে দাঁড়াতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলার সংকল্প ফাউন্ডেশন। কুলটিকরির বাসিন্দা তপন দে’র মারফত সংকল্পের সম্পাদক বিশ্বরূপ মল্লদেবের কাছে খবর আসে, ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা গ্রামের দম্পতি সন্দীপ গিরি ও রূপালী গিরির বড় মেয়ে ৮ বছর বয়সী ঋত্বিকা’র দুটো পা ও দুটো হাতেরই প্রতিবন্ধকতা রয়েছে । যদিও মেয়েটি বাম হাত দিয়ে সামান্য অক্ষর লিখতে পারে এবং সে বাড়ির কাছে প্রাথমিক বিদ্যালয়েও ভর্তি হয়েছে ।

     

    এমতাবস্থায় সংকল্প ফাউন্ডেশন সেই ছোট্ট মেয়েটির জন্য তাদের সাধ্যমতো একটি হুইলচেয়ার ও শীতবস্ত্রের ব্যবস্থা করলো। শনিবার হুইল চেয়ার ও শীতবস্ত্র মেয়েটির পরিবারের হাতে তুলে দেওয়া হলো। তাছাড়া মেয়েটির যেহেতু এখনো কনো সরকারি সাহায্য পায় নি তাই,সে যাতে তাড়াতাড়ি সাহায্য পায় সে বিষয়ে সংকল্প ফাউন্ডেশন উদ্যোগী হবে বলে আশ্বাস দেওয়া হয়।সংকল্প ফাউণ্ডেশনের পক্ষ থেকে শিশুটি যাতে দ্রুত বিশেষ “চাহিদা সম্পন্ন শিশুর” সার্টিফিকেট পায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে। সার্টিফিকেট পেলে শিশুটি সরকারি সাহায্যও পাবে বলে আশা করা যায়। স্থানীয়স্তরে সমস্ত শুভানুধ্যায়ীরা এই মহৎ কাজে এগিয়ে এসেছেন। এই কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের সক্রিয় সদস্য সুমিত শ্যামল অভিনন্দন জানিয়েছেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক সুমন বিকাশ মণ্ডল, এলাকার শিক্ষাকর্মী সৌমেন অট্ট সহ সংকল্প ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বরূপ মল্লদেব,সুমিত শ্যামল,প্রসাদ সিং সহ অন্যান্য সদস্য-সদস্যারা।