|
---|
নিজস্ব সংবাদদাতা,শালবনি : শনিবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত শালবনি আঞ্চলিক শাখার বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শালবনি উচ্চ বিদ্যালয়ে। সমিতির পতাকা উত্তোলনের পাশাপাশি সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখার সভাপতি পরিমল মাহাত। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন আঞ্চলিক শাখার সম্পাদক অভিষেক দে ও আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ নীলমণি মন্ডল।
এদিনের সভায় উপস্থিত ছিলেন এবিটিএ-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক বিপদতারণ ঘোষ, সদর মহকুমার সম্পাদক জগন্নাথ খান , মহাকুমা সভানেত্রী সবিতা মান্না, মহকুমা নেতৃত্ব সুরেশ পড়িয়া, স্থানীয় গন আন্দোলনের নেতৃত্ব প্রাক্তন শিক্ষক লক্ষীকান্ত ঘোষ প্রমুখ বিশিষ্টজনেরা।এদিনের এই সভাতে এলাকার ১৬টি বিদ্যালয় থেকে ৪৫ জন শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী প্রতিনিধি উপস্থিত ছিলেন।