ভারতবর্ষ তথা বিশ্বের রাজনীতি দুশো-সত্তর নিয়ে উত্তাল

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ ভারতবর্ষ তথা বিশ্বের রাজনীতি যখন দুশো-সত্তর নিয়ে উত্তাল, যখন প্রতিবেশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে,তখন পূর্ব-বর্ধমানের কাটোয়া থানায় করুই অঞ্চলের মেঝিয়ারী সতীশচন্দ্র স্মৃতি উচ্চবিদ্যালয় ” শ্রাবণের ধারার মত” রবীন্দ্র-নজরুল আবেগের স্রোতে ভাসলো!
প্রতিবছরের ন্যায় এবারও দুই মহান কবিকে স্মরণ করতে বর্ষনমুখর দিনে মেঘমাথায় বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবর্গ।বিদ্যালয়ের সভাপতি মহাবিষ্ণু শর্মামন্ডল,প্রধান-শিক্ষক মাননীয় সুকান্ত কর্মকার সহ উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রজতাভ মল্লিক,শিক্ষিকা সীমা লাহা,রানু ঘোষ আরও অনেকে। দুই কবির স্মরণে কবিতা-গান-ভাষনে অদ্ভুত সাংস্কৃতিক পরিবেশ তৈরী হয়ে যায়।”নদী আপন বেগে পাগল পারা” উদ্বোধনী সংগীত দিয়ে শুরু হয় এই কাঙ্খিত অনুষ্ঠান আর শেষ হয় প্রধান শিক্ষকের শিক্ষনীয় ভাষন দিয়ে।
বর্তমানে সমস্যা-সংকূল সমাজে মূল্যবোধ ও নৈতিক আদর্শ বাঁচিয়ে রাখতে এই অনুষ্ঠানের প্রয়োজন কতখানি তা উক্ত মঞ্চে পরিষ্কার হয়ে যায়।