|
---|
নূর আহমেদ, মেমারি : ৩১ অগাষ্ট মেমারিতে, ইলেকট্রনিক্স সামগ্রী কম দামে পাইয়ে দেওয়ার নামে, লক্ষাধীক টাকার প্রতারণার অভিযোগে, কালিম্পং থেকে গ্রেফতার এক যুবক, ধৃতকে চারদিন পুলিশি হেফাজত শেষে আজ ফের আদালতে পেশ, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা এলাকায়, ধৃত যুবক,গত মে মাসে, বিভিন্ন মানুষ জনকে, ইলেকট্রনিক্স সামগ্রী, কম দামে পাইয়ে দেওয়ার নাম করে, লক্ষাধিক টাকার প্রতারণা করে বলে অভিযোগ, পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবক আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকার প্রতারণা করে বলে অভিযোগ, পুলিশ আরো জানায়, ধৃতের নামে , গত মে মাসের 5 তারিখে, মেমারি থানায়, আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়, পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে, এবং গত শনিবার ,কালিম্পং থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। এবং রবিবার তাকে আদালতে পেশ করে ছিল।ধৃতকে, চারদিন পুলিশি হেফাজত শেষে আজ ফের, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়, পুলিশ সূত্রে জানা যায়,ধৃত যুবকের নাম -শেখ ইমরান, বয়স ২৬ বছর, বাড়ি বর্ধমান গলসির সসংজ্ঞা এলাকায়।