|
---|
রাজু আনসারী, সুতি : গঙ্গার জলস্তর সামান্য কমতেই ভাঙন আতঙ্কে ত্রস্থ মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসিন্দারা। কয়েক বছরের মতো ফের এই বছরেও ভয়াবহ নদী ভাঙনের কবলে সামশেরগঞ্জের মানুষ। নতুন করে আবার ভাঙন শুরু হওয়ায় স্থানীয়রা অনেকেই বাড়ি ঘর আশ্রয় ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে সামশেরগঞ্জের মহেশটোলা এলাকার বাসিন্দাদের। বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে গঙ্গা ভাঙন দেখা দিয়েছে সামসেরগঞ্জের মহেশটোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছু জমি ও গাছ এমনকি ২০ টিরও বেশি বসত বাড়িরও নদী গর্ভে তলিয়ে গিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে মালদায় প্রশাসনিক মিটিং সেরে সামসেরগঞ্জে ভাঙন দুর্গত এলাকা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ১০০ কোটি টাকা ভাঙন রোধের খাতে খরচের প্রস্তাবও করেন। তারপরেও নতুন করে ভাঙনের আতঙ্কে দিন গুনছেন সামশেরগঞ্জের নদীপাড়ের বাসিন্দারা। কবে হবে সমাধান? ক্ষোভ বাড়ছে সামসেরগঞ্জের মহেশটোলা সহ ভাঙন দুর্গত এলাকার বাসিন্দাদের মধ্যে।
উল্লেখ করা যেতে পারে, লাগাতার বেশ কয়েক বছর ধরেই ভয়াবহ গঙ্গা ভাঙন চলছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। সম্প্রতি গত বছর ভাঙনের কবলে পড়ে বাড়িঘর হারাতে হয়েছিলো প্রতাপগঞ্জ, মহেশটোলা ঘনেশ্যামপুর এলাকার কয়েকশো পরিবারকে। আবারও মহেশটোলায় গঙ্গা ভাঙ্গন।
বাড়িঘর হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কোথায় যাবেন কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। নতুন করে গঙ্গা ভাঙনের আতঙ্কে কার্যত হাহাকার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। ভাঙন আতঙ্কের পর এলাকা ছাড়ছেন সাধারণ মানুষ। হঠাৎ ভাঙনের ফলে নিঃস্ব হয়ে পড়েছেন কয়েকশো বাসিন্দা।