|
---|
বাইজিদ মণ্ডল, মগরাহাট : মানুষে মানুষে বিভেদ নয়,আজ বাঁধবো রাখি সবার হাতে। রাখি বন্ধন মৈত্রী বন্ধন,রক্তই হক আত্মার বন্ধন,একের রক্তে অন্যের জীবন,এই মূলমন্ত্র কে সামনে রেখে এদিন মুল্টি সংস্কৃতিক মঞ্চের পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবী রেজাউল সরদারের ব্যবস্থাপনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানাযায় এখানে প্রায় তিনশত পুরুষ ও মহিলা রক্তদান করেন। এছাড়াও এখানে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের কে হুইল চেয়ারের বিতর, গুণীজন ও সংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্তিত ছিলেন দক্ষিণ ২৪পরগনা জেলার শ্রমিক সংগঠনের সভাপতি শক্তিপদ মণ্ডল,বিশিষ্ঠ সমাজসেবী কল্লোল ঘোষ ,জেলার তৃণমূলের যুব সভাপতি সোমনাথ বণিক,কলকাতা স্পোর্টস সেলের চেয়ারম্যান কল্লোল গাঙ্গুলি,তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতৃত্ব রাজন্যা হালদার, মগরাহাট পূর্বের দুর্গা প্রসাদ ভট্টাচার্য, মগরাহাট থানার ওসি আব্দুস সামাদ আনসারী, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের সভাপতি তথ্য সমাজসেবী অরুময় গায়েন, মুলটি সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক রেজাউল সরদার,সভাপতি হাবীবুল্লাহ লস্কর সহ মগরাহাট পূর্বে অন্যান্য নেতৃত্ব থেকে মুলটি অঞ্চলে সকল বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। কর্মসূচির শেষে শিক্ষা ও সেবামূলক সাংস্কৃতিক সন্ধ্যা কালীন অনুষ্ঠানের মধ্যে সমাপ্তি ঘটে। আয়োজনে বিশিষ্ঠ সমাজসেবী রেজাউল সরদার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও প্রীয় সাংসদ অভিষেক বন্দো পাধ্যায়ের অনুপ্রেরনায় সকল ধর্মের মানুষের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই রাখি বন্ধন উৎসব কর্মসূচি। এবং আগামী দিনে বিরোধী শক্তির বিরুদ্ধে সকলে একত্রিত হয়ে দেশকে বাঁচাতে হবে।