দুয়ারে ডাক্তার কর্মসূচি কুলতলিতে

বাবলু হাসান লস্কর, সুন্দরবন : দুই দিনের দুয়ারে ডাক্তার কর্মসূচি কুলতলির ডক্টর বি আর আম্বেদকর কলেজে অনুষ্ঠিত হচ্ছে ৪ঠা এপ্রিল মঙ্গলবার ও ৫ই এপ্রিল বুধবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত এই দুয়ারে ডাক্তার দেখাতে এলাকার সাধারণ মানুষ জন যেমন ভিড় জমিয়েছে, তাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন একাধিক জনপতিনিধিরা। পিজি, SSKM সহ একাধিক নামি হাসপাতালে ডাক্তার বাবুরা। আর এই দুয়ারে ক্যাম্পে দেখা গেল SDPO, ACMOH, BMOH কুলতলী বিধানসভার বিধায়ক গনেশচন্দ্র মন্ডল, কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী, কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার, সহ সভাপতি হাড়োমনি নস্কর, জালাবেড়িয়া এক অঞ্চল প্রধান অসীম হালদার জালাবেড়িয়া ২ নম্বর অঞ্চল প্রধান কমল শিকারি সহ একাধিক প্রধান সহ জনপ্রতিনিধি। যেখানে ডাক্তার দেখাতে আসা রোগীর দের সংখ্যা চোখে পড়ার মতো বিশেষ করে গাঙ্গেয় সুন্দরবন এলাকায় এমনই পরিষেবা পাওয়ায় এলাকাবাসী বেজায় খুশি।