মুমূর্ষ রুগীদের প্রাণ বাঁচাতে প্রভাত সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান শিবির। পরিচালনায় খরদো অঞ্চল আওয়াশ বেরিয়া প্রভাত সূর্য তরুণ ক্লাব। এদিনে শিবিরে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর সহযোগিতায় এই রক্ত সংগ্রহ করেন। এদিনে সকালে ফিতে কেটে গুণীজন দের সংবর্ধনার মধ্য দিয়ে শিবিরের শুভ সূচনা হয়।এদিনে অতিথী স্বরূপ উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক সভাপতি অরুমোয় গায়েন, ২নম্বর ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,২নম্বর ব্লক সহ সভাপতি বিমলেন্দু বৈদ্য,ব্লক ২ মহিলা সভানেত্রী শিপ্রা কাঠাল সহ আরও অনেক সদস্য ও সদস্যা বৃন্দ। ব্লক ২ সভাপতি অরুমোয় গায়েন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বছরই বিভিন্ন সমজিক কাজে তারা অগ্রসর হন। আজ শিবিরে প্রায় শতাধিক মানুষ উপকৃত হয়েছে বলে তাঁরা আশাবাদী। উক্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংগঠনের এই মহতী উদ্যোগে বেজায় খুশি এলাকাবাসী।