|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতৃত্বদের পুলিশী হেনস্থার প্রতিবাদ জামালপুরে। পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের বকেয়া টাকা আদায় করতে দিল্লিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ রাজ্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। অভিযোগ : দিল্লির যন্তর মন্তর ও কৃষিভবনে তারা অবস্থান করতে গেলে দিল্লী পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, সংসদ দোলা সেন, কল্যান বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, বীর বাহা হাঁসদা রা দিল্লি পুলিশ দ্বারা আক্রান্ত হন। দিল্লী পুলিশ তাঁদের পাকড়াও করে। এর প্রতিবাদে কলকাতা সহ রাজ্যের ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা সরব হয়েছেন। চার অক্টোবর জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেস, ছাত্র ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে : রাজ্যের ন্যায্য দাবি জানাতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব দের দিল্লি পুলিশ নারকীয় ভাবে আক্রান্ত চালায়। এই নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ দলের সমস্ত শাখা সংগঠনের সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।