দিল্লীর জের, গলসিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে তৃনমূল

আজিজুর রহমান,গলসি : দিল্লীতে তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জ্জী সহ রাজ্যের মন্ত্রীদের‌ হেনস্তার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন ব্লক তৃণমূলের নেতা কর্মীরা। বুধবার সন্ধায় গলসি ২ নং ব্লকের সাটিনন্দী অঞ্চলের খানাজংশন বাজারে একটি সমাবেশ করে বিক্ষোভ দেখানো তারা। বিক্ষোভ কারীদের দাবী, কেন্দ্রের বিজেপি সরকার গরীব মানুষের ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না। তাছাড়া দীর্ঘদিন ধরে একশো দিনের কাজ বন্ধ করে রেখেছে। এদিকে টাকার দাবীতে তাদের রাজ্য নেতা মন্ত্রীরা দিল্লীতে ধর্নায় বসে আন্দোলন করছেন। সেখানে আন্দোলনে বাধা দিচ্ছে দিল্লী পুলিশ। এমনকি তাদের নেতামন্ত্রীদের আটক করছে পুলিশ। এতেই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গলসি ২ নং ব্লক তৃণমূলের সভাপতি সুজন মন্ডল বলেন, আন্দোলন করা তো গনতান্ত্রিক অধিকার। বিজেপির সরকার রাজ্যের গরীব মানুষ একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে আগের কাজের বকেয়া টাকা দিচ্ছে না। ওই টাকাতে গরীব মানু‌ষের হক রয়েছে। এদিকে সেই টাকা দিতে রাজ্যের বিজেপি নেতারা সহযোগিতা না করে বাধা দিচ্ছে। প্রথমে দিল্লীতে না যেতে দেবার জন্য হাজার কৌশল করছে। এখন সেখানে গিয়ে আন্দোলন থামিয়ে দিতে উঠে পরে লেগেছে। তবে আমাদের নেতা অভিষেক ব্যানার্জ্জী লড়াই চালিয়ে যাচ্ছে। তার দাবী, মানুষ লোকসভা ভোটে এর জবাব দেবে।