মেমারিতে ইংরেজির নববর্ষ উদযাপন ও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয়

সেখ সামসুদ্দিন, ১ জানুয়ারি : আজ ইংরেজির নববর্ষ উদযাপন চলছে তেমনি ভাবে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সর্বত্র পালন হচ্ছে। মেমারি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নতুন বাসস্ট্যান্ডে সারাদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার সূচনা করা হয় সকালে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, উপস্থিত ছিলেন মেমারি
শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল, সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, শহর মহিলা নেত্রী তথা তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনসুরা বেগম, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডঃ কৃষ্ণ বিশ্বাস, আইএনটিটিইউসি শহর সভাপতি, শিক্ষক সংগঠনের কলা নম্বর গ্রাম চক্রের সভাপতি সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ। তারপর বিধায়ক অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক। সেখানেও এই সকল নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি মহঃ শাজাহান সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব এখানে পতাকা উত্তোলনের পর মনিষীদের ছবিতে মাল পুষ্পার্ঘ্য দেন বিধায়ক। তারপর মেমারি হাসপাতালে ভর্তি থাকা রোগী, নার্স ও চিকিৎসকদের ফল বিতরণ করেন বিধায়ক এবং ১০০ বেডের নবনির্মিত হাসপাতাল কক্ষের নির্মাণ কাজ পরিদর্শন করেন।