শেষ হলো বহুকাঙ্খিত ৫ বর্ষ সাগরদিঘী বইমেলা

রহমতুল্লাহ, সাগরদিঘী : গত ২২শে ফেব্রুয়ারি শুরু হয় সাগরদিঘী ৫বর্ষ বইমেলা শেষ হয় ২৭ শে ফেব্রুয়ারী। এই বই মেলাকে সামনে রেখে, বহু কবি-সাহিত্যিক ও বইপ্রেমীদের মনের বাসনা পূরণ হয়েছে। সাগরদিঘীর বুকে অন্য একটি মাত্রা জাগিয়েছেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুমিত বিশ্বাস মহাশয় যা ইতিহাসের পাতায় পালক যোগ করার মতো। বইমেলার উদ্বোধন থেকে শুরু করে প্রত্যেকটা দিন নিত্যনতুন প্রোগ্রামে মেতে উঠেছে বইমেলা প্রাঙ্গণ যা সম্পন্ন করেছে, সাগরদিঘীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা তারাই মূলত বই মেলা কমিটির সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মেলাটিকে অন্য মাত্রায় পৌঁছে নিয়ে গেছে। সাগরদিঘী তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট, সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠন, সাগরদিঘী হিউম্যান সার্ভিস, মানববন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন প্রমূখ সংগঠন রা যেভাবে মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং বই মেলায় বইপ্রেমীদের যেভাবে উপহার এর ব্যবস্থা করেছে তা চোখে পড়ার মতো। তারা ২০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত যে বইপ্রেমীরা বই কিনবে তাদেরকে আকর্ষণীয় পুরস্কার তুলে দিয়েছেন। বিভিন্ন ধরনের বহু বইয়ের স্টল থেকে লিটিল ম্যাগাজিন সবুজ বার্তা সংবাদ পত্রিকা ও বহু পত্রপত্রিকার স্টল ছিল বই মেলায়, সঙ্গে জিলিপির দোকান তো ছিলই। বিকেল ৫টা বাজলে বইমেলায় ভিড়ে উপচে পড়ত মানুষের ঢল। অন্যদিকে লাইটের ঝলকানি আর মেলার মূল মঞ্চে নৃত্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাটিকা, আর মন মাতানো সংগীত তো রয়েছেই। দু-একদিন মেলা প্রাঙ্গণে ঝিরি ঝিরি বৃষ্টিরও দেখা মিলেছে। সব মিলিয়ে সাগরদিঘীর বুকে ঐতিহাসিক বই মেলায় বলা যায়। যা সাগরদীঘির ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বিশ্বাস এর বিশেষ সহযোগিতা না থাকলে হয়তো হতো না। অজস্র ধন্যবাদ জানাই সাগরদিঘী বই মেলা কমিটিকে, সুচারুরূপে মেলাটিকে পরিচালনা করার জন্য, সঙ্গে সাগরদিঘী এলাকার সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনদের।