মানবিকতার নজির গড়ে নতুন বছরে পথ চলা শুরু করলো” স্বপ্ন ফাউন্ডেশন

 

    নতুন গতি ওয়েব ডেস্ক:ঈশ্বরের ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র অসহায় মানুষের মধ‍্যে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে।

    তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। বিত্তবান মানুষ শীতবস্ত্র ব্যবহার করে পরিত্রাণ পেলেও দরিদ্র লোকেরা শীতবস্ত্রের অভাবে সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে।
    পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার “স্বপ্ন ফাউন্ডেশন” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা। বেশ কিছুদিন ধরে এই স্বেচ্ছাসেবী সংস্থা সংঘবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে থাকার কাজ শুরু করেছে।

    বছরের শুরুতেই তাই শীতের প্রকোপ থেকে বাঁচানোর জন্য ৩০ জন পথবাসীকে কম্বল প্রদান ও নৈশ আহারের প্যাকেট বিতরণ করলো সংস্থার সদস্যরা, মেমারি ষ্টেশন সংলগ্ন এলাকায়।
    সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, স্বপ্ন ফাউন্ডেশনের সেক্রেটারী রামশঙ্কর চক্রবর্তীর জন্মদিন ও নতুন বছরে শুভেচ্ছা স্বরূপ এই উদ্যোগ।
    স্বপ্ন ফাউন্ডেশনের এই সামাজিক কাজে উপস্থিত ছিলেন চৌধুরী শোভন সলমান, জয়নাল মল্লিক, সেখ সৈকত সহ অন্যান্য কর্মঠ সদস্যরা।
    স্বপ্ন ফাউন্ডেশনের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে মেমারী বাসী।
    আমাদের পক্ষ থেকে স্বপ্ন ফাউন্ডেশনের সকল সদস্য দের জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।

    মেমারী থেকে অতনু ঘোষের সাথে সত‍্যনারায়ন শিকদারের রিপোর্ট, পূর্ব বর্ধমান।