|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছেন, তিনি কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) নিশ্চিত করতে না পারলে রাজনীতি থেকে অবসর নেবেন। রাজ্য জুড়ে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের বিরোধিতার সম্মুখীন হচ্ছেন বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। তিনি এমন সময়ে ওই মন্তব্য করেছেন যখন রাজ্যে ক্ষমতাসীন দল পুরসভা নির্বাচনে পাঁচটির মধ্যে তিনটিতে হেরে গেছে।
সংবাদ সংস্থা এএনআই হরিয়ানার মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছে, তাঁরা ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি চালিয়ে যাওয়ার পক্ষে এবং যদি কেউ ওই ব্যবস্থা শেষ করার চেষ্টা করে তবে তিনি রাজনীতি ত্যাগ করবেন। চলতি মাসে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী ও জনতা জননায়ক পার্টির নেতা দুষ্যন্ত চৌতলাও একই রকম বক্তব্য দিয়েছেন। চৌতলা বলেছিলেন, যতদিন ক্ষমতায় থাকব কৃষকদের জন্য ফসলের উপরে এমএসপি নিশ্চিত করাব। যেদিন এটি করতে ব্যর্থ হব, সেদিন আমি পদত্যাগ করব।