কৃষ্ণনগরে ধুমধুমার ভাঙচুর একটি নার্সিংহোমে

কৃষ্ণনগর: কৃষ্ণনগরে ধুমধুমার ভাঙচুর একটি নার্সিংহোমে। প্রসঙ্গত গতকাল ওই নার্সিংহোমে এক প্রসূতির মৃত্যু হয়। এরপর চিকিৎসকের চিকিৎসার গাফিলতিতে অভিযোগ এনে নার্সিংহোমে ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে প্রস্তুতির প্রসব যন্ত্রণা উঠে। এরপর চিকিৎসকের পরামর্শ মতো নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। সকাল এগারোটার সময় একটি ফুটফুটে সন্তানের জন্ম দেয় সে। এর এক ঘন্টা পর তাকে বেডে দেওয়া হয়। দুপুর থেকে তার শরীরের অবস্থার অবনতি হতে থাকে। বাড়ির লোকজনকে তার সাথে দেখা করতে যাওয়া হয়নি। এরপর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে হাসপাতালে রেফার করা হয় তাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। এরপর রণক্ষেত্র চেহারা ওই নার্সিংহোম চত্বর। মৃতার পরিবারের লোকজন চিকিৎসার গাফিলতিতে অভিযোগ এনে ভাঙচুর চালায় নার্সিংহোমটি। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।