|
---|
নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস উদ্যোগে জনসংযোগ যাত্রা ও ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা মিছিলের মাধ্যমে অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। সুবিশাল মিছিলটি শুরু হয় বাঁকুড়া হিন্দু স্কুল থেকে হয়ে মাচানতলায় মিছিলটি শেষ হয়। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায় মুক্ত মঞ্চে দলীয় কর্মীদের উজ্জীবিত করলেন বাঁকুড়া জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। পাশাপাশি এদিন, ব্যালটে ভোটের পক্ষে জোর সওয়ালও করেন তিনি। তার দাবী পৃথিবীর উন্নত দেশের ভোট ব্যালটে নেওয়া হয়। তাই আমাদের দেশেও এই ব্যবস্থা চালু করা হোক ।আর মুক্ত মঞ্চের সভাতেও ছিল উপচে পড়া ভিড়। এদিনের জন সংযোগ পদযাত্রায় শুভেন্দু অধিকারীর সাথে পা মেলান বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি মাননীয় শুভাশীষ বটব্যাল মহাশয়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি মাননীয় মন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয়, পর্যবেক্ষক ও সোশ্যাল মিডিয়ার আহ্বায়ক কর্নেল দীপ্তানংশু চৌধুরী, তালডাংরা বিধানসভার বিধায়ক,বিধাসভার চিপ হুইপ সম্মানীয় সমীর চক্রবর্ত্তী মহাশয়,বিধায়ক অরুপ খাঁ, বাঁকুড়া বিধায়ক শম্পা দরিপা,রানিবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি,আশুতোষ মুখার্জী কো মেন্টার বাঁকুড়া জেলা পরিষদ,বাঁকুড়া জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মাননীয় সুখেন বিদ ,বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মাননীয় কালিদাস মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদ সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, বাঁকুড়া জেলা পরিষদ প্রাক্তন সভাধিপতি অরুপ চক্রবর্তী, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মাননীয় শিবাজী বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্তা, বড়জোড়া পঞ্চায়েত সমিতির সদস্যা মাননীয়া অর্চিতা বিদ্ মহাশয়া সহ সকল মহিলা, ছাএ যুব, ব্লক নেতৃত্ব সহ স্থানীয় অঞ্চল নেতৃত্ব গণ সহ সকল কর্মী বৃন্দ।